বাইকের স্টার্ট সমস্যা নিয়ে কিছু কথা এবং সমাধান

বাইকের স্টার্ট সমস্যা নিয়ে কিছু কথা ও সমাধান –

 

১। কিক দিলে স্টার্ট নেয় কিন্তু সেলফ দিলে মিটারের লাইট নিভে গিয়ে আবার রিস্টার্ট হয়!
👉 ব্যাটারি দুর্বল। খুলে নিয়ে চার্জ করুন। কাজ না হলে ব্যাটারি চেঞ্জ করে ফেলুন।

 

২। মাঝে মাঝে সেলফ নেয় কিন্তু মাঝে মাঝে আবার মিস করে। হর্ণও কখনও বাজে কখনও আওয়াজ কমে যায়!
👉 ব্যাটারির টার্মিনালে কার্বন জমেছে। ভালো করে পরিষ্কার করে একটু ভেসলিন লাগিয়ে কানেক্টরগুলো টাইট করে লাগিয়ে দিন।

 

৩। সেলফ দিলেও মোটর ঘুরে না… মনে হয় যেন লাইন পাচ্ছে না। কিক দিয়েও স্টার্ট হয় না!
👉 ইঞ্জিন কিল সুইচ অন/সর্ট হয়ে আছে। অফ করুন। কাজ না হলে ওয়ার্কশপে নিয়ে গিয়ে সুইচ রিপেয়ার/পরিবর্তন করুন।

 

৪। বাইক নিউট্রালে থাকলে সেলফ স্টার্ট হয় কিন্তু গিয়ারে থাকলে সেলফ নেয় না!
👉 ক্লাচ লিভারের গোড়ায় থাকা ক্লাচ সুইচের কানেকশন লুজ/খোলা আছে। টাইট করে লাগান। কাজ না হলে সুইচ চেঞ্জ করতে হবে।

 

৫। বাইক স্টার্ট নিয়ে কিছুদূর যাবার পরই স্টার্ট বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করলে বা ফুয়েল ক্যাপ খুলে আবার লাগিয়ে দিলেই আবার স্টার্ট হয় কিন্তু কিছুদূর যাবার পর আবারও স্টার্ট অফ হয়ে যায়!
👉 ট্যাংকের ব্রেডিং লাইন জ্যাম হয়ে গেছে বা ব্রেডিং ভালভ (বিএস-৪ বা ৬ হলে) উলটা লাগানো হয়েছে। ক্লীন করুন বা ঠিকমতো লাগিয়ে দিন।

 

৬। বাইক রানিং এ সমস্যা হয় না কিন্তু হঠাৎ এক্সিলারেটর ছেড়ে দিলে ইঞ্জিন ধুকতে ধুকতে বন্ধ হয়ে যায়। আবার সেল্ফ দিলেই স্টার্ট হয়!
👉 এয়ার ফিল্টার চোক হয়ে গেছে। পরিষ্কার বা পরিবর্তন করুন।

 

৭। শুকনো রাস্তায় কোন সমস্যা নেই কিন্তু ভেজা রাস্তায় বা বৃষ্টিতে বাইক চালানোর সময় স্টার্ট বন্ধ হয়ে যায়। সহজে আর স্টার্ট নিতে চায় না!
👉 কার্বুরেটরের ওভারফ্লো পাইপ কাদা-পানি গিয়ে ব্লক হয়ে যাচ্ছে। পাইপটির মাথা কোনাকুনি করে কেটে দিন এবং মাটিতে থেকে একটু উঁচুতে উঠিয়ে দিন।

 

৮। ইঞ্জিন স্টার্ট হয়ে ধুকতে থাকে এবং গিয়ার ফেললেই স্টার্ট অফ হয়ে যায়। একটু গরম হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়!
👉 আইডল আরপিএম এর এডজাস্টমেন্ট সঠিক নেই। ভাল করে টিউনিং করুন।

 

৯। কোন কারণ ছাড়াই রাস্তার মধ্যে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অনেক চেষ্টা করেও সহজে আর স্টার্ট নিতে চায় না!
👉 স্পার্ক প্লাগে কার্বন জমেছে বা ফুয়েলে ভেজাল আছে। প্লাগ ক্লীন করে গ্যাপ এডজাস্ট করুন বা প্লাগ ও চেঞ্জ করে ফেলুন।

 

ফুয়েলে ভেজাল আছে মনে হলে কার্বুরেটরের পাইপ খুলে বা হাতের তালুতে এক চা চামচ পরিমাণ ফুয়েল নিয়ে ডান হাতের তর্জনী দিয়ে ঘষতে থাকুন। একটু পরেই ফুয়েল উড়ে গিয়ে আঙ্গুল ও তালু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবার কথা। তা না হয়ে যদি তালু তেলতেলে বা ভেজা ভেজা হয়ে থাকে তাহলে ফুয়েলে ভেজাল/পানি আছে।

 

 “স্টার্ট” না হওয়া বা বন্ধ হয়ে যাওয়া নিয়ে আপনার মনে আরও কোন প্রশ্ন থাকলে বা কোন ব্যতিক্রমী অভিজ্ঞতা থাকলে আমাদের জানান। চেষ্টা করবো আগামী পর্বে সেগুলো নিয়ে আলোচনা করতে।
হ্যাপিং রাইডিং।
লিখেছেন – শফিকুল ইসলাম

Related Posts

error: Content is protected !!