বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষ্যে শিল্পমনের অন্বেষণে টিভিএস নিয়ে এলো এক ভিন্নধর্মী অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয়ঃ “তোমার চোখে বিজয় দিবস”
টিভিএস বাংলাদেশে অত্যন্ত জনপ্রীয় একটি মোটোরসাইকেল ব্র্যান্ড। টিভিএস বরারবরই বাংলাদেশের বাইকার এবং সাধারন জনগনের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে আসে আমাদের মাঝে। তারই ধারাবাহিকতায় টিভিএস বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে নিয়ে এলো এক ভিন্নধর্মী অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা। এই ক্যাম্পেইনটি চলবে ১৬ই ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত।
এই প্রতিযোগিতাইয় মোট দুইটি বিভাগ থাকবে। ক বিভাগ এবনফ খ বিভাগ। ক বিভাগ থেকে তিনজন এবং খ বিভাগ থেকে তিনজন করে মোট ছয়জন বিজয়ী ঘোষণা করা হবে।
• প্রতি বিভাগের প্রথম বিজয়ীরা পাবেন ৫০,০০০ টাকার সমমূল্যের পুরষ্কার,
• প্রতি বিভাগের দ্বিতীয় বিজয়ীরা পাবেন ২০,০০০ টাকার সমমূল্যের পুরষ্কার এবং
• প্রতি বিভাগের তৃতীয় বিজয়ীরা পাবেন ১০,০০০ টাকার সমমূল্যের পুরষ্কার।
অংশগ্রহণ ও প্রতিযোগিতার নিয়মাবলী:
১। এই অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে দুইটি বিভাগে বিভক্ত করা হবে।
• ক বিভাগ- ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা
• খ বিভাগ- টিভিএস RTR বাইক ব্যবহারকারীগণ এবং তাদের পরিবারবর্গ
বি: দ্র: কোন পেশাদার চিত্রশিল্পী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
২। অংশগ্রহণ এর জন্য প্রতিযোগীর আঁকা ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে।
৩। বিজয়ী ঘোষণার স্বার্থে আপনার প্রোফাইলটি আনলক করে, পাবলিক অপশনটি বাছাই করে পোস্টটি শেয়ার শেয়ার করতে হবে।
৪। পোস্টটি অবশ্যই #TVS_BIJOYULLASH_ART লিখে প্রোফাইলে শেয়ার করতে হবে।
৫। পাশাপাশি ট্যাগ করতে হবে টিভিএস এর অফিসিয়াল ফেইসবুক পেইজ-কে।( https://www.facebook.com/tvs.bgd/ )
৬। সেই সাথে এই লিঙ্কটিতে (https://tvsbangladesh.com/) আপনার তথ্য প্রদান করে প্রতিযোগীর আঁকা ছবিটি আপলোড করতে হবে।
৭। লিঙ্কটিতে আপনার তথ্য এবং ছবি আপলোড ব্যতীত অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না।
৮। টিভিএস এর সাথে সংশ্লিষ্ট কেউ এই কনটেস্ট- এ অংশগ্রহণ করতে পারবেন না।
৯। কনটেস্ট সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত টিভিএস কর্তৃপক্ষ বহন করে।
১০। টিভিএস এর জুরি প্যানেল দ্বারা বিজয়ী ঘোষণা করা হবে।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন টিভিএস এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এ। যেকোনো প্রয়োজনে ইমেইল করুন customercare@tvsab.com.bd
টিভিএসের সাথে Viber, WhatsApp এ যোগাযোগ করতে পারবেন এই নম্বরে: ০১৯১৯১৮৯১১১, ০১৯১৯১৯৪২২২।
Latest posts by মাসুদ আখতার (see all)
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪