বাইকের স্টার্ট সমস্যা নিয়ে কিছু কথা ও সমাধান –
১। কিক দিলে স্টার্ট নেয় কিন্তু সেলফ দিলে মিটারের লাইট নিভে গিয়ে আবার রিস্টার্ট হয়!

২। মাঝে মাঝে সেলফ নেয় কিন্তু মাঝে মাঝে আবার মিস করে। হর্ণও কখনও বাজে কখনও আওয়াজ কমে যায়!

৩। সেলফ দিলেও মোটর ঘুরে না… মনে হয় যেন লাইন পাচ্ছে না। কিক দিয়েও স্টার্ট হয় না!

৪। বাইক নিউট্রালে থাকলে সেলফ স্টার্ট হয় কিন্তু গিয়ারে থাকলে সেলফ নেয় না!

৫। বাইক স্টার্ট নিয়ে কিছুদূর যাবার পরই স্টার্ট বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করলে বা ফুয়েল ক্যাপ খুলে আবার লাগিয়ে দিলেই আবার স্টার্ট হয় কিন্তু কিছুদূর যাবার পর আবারও স্টার্ট অফ হয়ে যায়!

৬। বাইক রানিং এ সমস্যা হয় না কিন্তু হঠাৎ এক্সিলারেটর ছেড়ে দিলে ইঞ্জিন ধুকতে ধুকতে বন্ধ হয়ে যায়। আবার সেল্ফ দিলেই স্টার্ট হয়!

৭। শুকনো রাস্তায় কোন সমস্যা নেই কিন্তু ভেজা রাস্তায় বা বৃষ্টিতে বাইক চালানোর সময় স্টার্ট বন্ধ হয়ে যায়। সহজে আর স্টার্ট নিতে চায় না!

৮। ইঞ্জিন স্টার্ট হয়ে ধুকতে থাকে এবং গিয়ার ফেললেই স্টার্ট অফ হয়ে যায়। একটু গরম হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়!

৯। কোন কারণ ছাড়াই রাস্তার মধ্যে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অনেক চেষ্টা করেও সহজে আর স্টার্ট নিতে চায় না!

ফুয়েলে ভেজাল আছে মনে হলে কার্বুরেটরের পাইপ খুলে বা হাতের তালুতে এক চা চামচ পরিমাণ ফুয়েল নিয়ে ডান হাতের তর্জনী দিয়ে ঘষতে থাকুন। একটু পরেই ফুয়েল উড়ে গিয়ে আঙ্গুল ও তালু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবার কথা। তা না হয়ে যদি তালু তেলতেলে বা ভেজা ভেজা হয়ে থাকে তাহলে ফুয়েলে ভেজাল/পানি আছে।
“স্টার্ট” না হওয়া বা বন্ধ হয়ে যাওয়া নিয়ে আপনার মনে আরও কোন প্রশ্ন থাকলে বা কোন ব্যতিক্রমী অভিজ্ঞতা থাকলে আমাদের জানান। চেষ্টা করবো আগামী পর্বে সেগুলো নিয়ে আলোচনা করতে।
হ্যাপিং রাইডিং।
লিখেছেন – শফিকুল ইসলাম
Latest posts by মাসুদ আখতার (see all)
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪