দিনাজপুর, রংপুর, বগুড়া এবং রাজশাহীতে ফ্রী হেলমেট ওয়াশ এবং সার্ভিস ক্যাম্পেইন দিতে যাচ্ছে রাইদা ট্রেড ইন্টারন্যাশনাল।
১৯ অক্টোবর, মঙ্গলবার – দিনাজপুর (নর্থ বেঙ্গল অটো)
২০ অক্টোবর, বুধবার – রংপুর (বাইক জোন)
২১ অক্টোবর, বৃহস্পতিবার – বগুড়া (তুবা মটরস)
২২ অক্টোবর, শুক্রবার – রাজশাহী (সাকুরা মটরস)
রেজিষ্ট্রেশন করলে যা যা পাচ্ছেনঃ
১। বিনামূল্যে যে কোনো ব্রান্ডের হেলমেট সার্ভিস ও ওয়াশ
২। লটারির মাধ্যমে ফ্রি হেলমেট ও এক্সেসরিজ
৩। ১০% ডিসকাউন্ট (শুধুমাত্র শপে এসে নিলে) ১ দিনের জন্য। অনলাইনে ডিসকাউন্ট প্রযোজ্য নয়)
শর্তাবলীঃ
ক. ফর্ম পূরণ করতে হবে সম্পূর্নরুপে। ফর্ম পূরণ করলেই বাকি সুবিধাসমূহ আপনি উপভোগ করতে পারবেন।
খ. যে কোনো হেলমেট এই সার্ভিস ও ওয়াশ ক্যাম্পেইনে নিয়ে আসতে পারবেন।
গ. উত্তর সঠিক হলে লটারির মাধ্যমে ৩ জনকে পুরস্কার দেওয়া হবে। (১ম পুরস্কার: এমটি হেলমেট। ২য় পুরস্কার: রেইনকোট। ৩য় পুরস্কার: হ্যান্ড গ্লাভস)
ঘ. লটারিতে কারো নাম উঠলে পুরস্কার গ্রহণ করার জন্য ব্যক্তিকে ইভেন্ট টাইমে উপস্থিত থাকতে হবে। নতুবা উপস্থিত অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবার লটারি করে পুরস্কার দেওয়া হবে।
ঙ. সুবিধাগুলো শুধুমাত্র উক্ত স্থানে ক্যাম্পেইন চলাকালীন প্রযোজ্য হবে।
তথ্য ও ছবিঃ MT Helmets Bangladesh
Latest posts by মাসুদ আখতার (see all)
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - জুন ১১, ২০২২
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - জুন ২, ২০২২
- ৪ বাইকারের “রোড সেফটি এন্ড এওয়ার্নেস” স্লোগান নিয়ে ৬৪ জেলা ভ্রমন - ফেব্রুয়ারী ১৯, ২০২২