ঘরে বসেই অনলাইনে করুন মোটরসাইকেল কিংবা গাড়ির ইন্স্যুরেন্স

মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স আর এরপরেই ইন্স্যুরেন্স যা প্রত্যেকটি বাইকারের সাথে থাকা আবশ্যক। একটি মোটরসাইকেলের ইন্স্যুরেন্স করতে লাগে সামান্য কিছু টাকা কিন্তু না থাকলে মামলার জরিমানা গুণতে হয় বেশ খানিকটা।

যত দিন যাচ্ছে মানুষের ব্যস্ততা ততই বাড়ছে। ট্রাফিক জ্যাম, সময়ের অভাব, ইন্স্যুরেন্স অফিসের লোকেশনে যাওয়া ইত্যাদি নানান ধরনের ভোগান্তি থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চালু করেছে অনলাইনে মোটরসাইকেল কিংবা গাড়ির ইন্স্যুরেন্সের ব্যবস্থা।

নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড বিগত ১৮ বছর থেকে বাংলাদেশে সফলতার সাথে বিভিন্ন ক্যাটেগরীতে ইন্স্যুরেন্স প্রদান করে আসছে। তাদের সার্ভিসের মধ্যে রয়েছে মেরিন ইন্স্যুরেন্স, প্রোপার্টি ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ইত্যাদি। সারা দেশে নিটলের প্রায় ২০টি রয়েছে।

নিটল ইন্স্যুরেন্স কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে সামান্য কয়েক মিনিটের মধ্যে নিজেই সেরে নিতে পারেন আপনার মোটরসাইকেলের ইন্স্যুরেন্স প্রক্রিয়া আর এতে খরচ হবে ২৩০ টাকা মাত্র।

আসুন এবার দেখে নেই কিভাবে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন।

  • ভিজিট করুন www.nitolinsurance.com
  • ক্লিক করুন “Online Motor Insurance”
  • আপনার গাড়ির বিবরণ দিন
  • বিকাশ, মোবাইল ব্যাংক অথবা ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

২-৩ দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স কপিটি আপনার ঠিকানায় পৌছে যাবে।

 

নিচের ছবিগুলো আপনাকে কিছুটা দিক নির্দেশনা দেবে।

 

Related Posts

error: Content is protected !!