ফেসবুক থেকে হারিয়ে গেলো দেশী বাইকার গ্রুপ!

“দেশী বাইকার” এই নামটির জন্ম হয়েছিল ২০১৭ সালের ২৯-এ মার্চ। কিছু দিন আগেই তারা তাদের ৭ বছর পূর্তি অনুষ্ঠান এবং ইফতার মাহফিল আয়োজন করে। দেশীবাইকার মূলত একটি অনলাইন পোর্টাল এবং বাংলাদেশের অন্যতম মোটরসাইকেলিস্ট কমিউনিটি। নিজেদের ওয়েবসাইট-সহ দেশীবাইকারের বিচরণ ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম এবং টিকটকে। মোটরসাইকেল যাবতীয় তথ্য এবং বাইকারদের জন্য নানা ধরনের টিপস দিয়ে আসছে এই দেশীবাইকার। সর্বশেষ তাদের ফেসবুক গ্রুপটিতে মেম্বার ছিল প্রায় ৫ লাখ ১০ হাজার। যদিও দেশীবাইকার বিভিন্ন প্লাটফর্মে ডায়নামিক্যালি কাজ করে কিন্তু তাদের ফেসবুক গ্রুপটিতে সারা দেশের লাখো বাইকাররা একটিভ থাকত।

গত ২৭ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫ টার দিকে হঠাৎ দেশী বাইকারের ৫ লাখ ৯ হাজার মেম্বারের গ্রুপটি ফেসবুক থেকে হারিয়ে যায়। এতে বাংলাদেশের বাইকারদের মাঝে উদ্বেগ তৈরী হয়। সবাই ওভার ফোনে ঘটনাটি জানার চেষ্টা করে। ইতিমধ্যেই পুরো দেশি বাইকার টিম এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে। এর মাঝেই মেটা থেকে একটি মেইল পায় টিম দেশী বাইকার। সেখানে তারা জানায় যে, দেশী বাইকার গ্রুপটাকে ফেসবুক থেকে ডিসেবেল করে দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ফেসবুক দুইটি কারণে কোনো গ্রুপ ডিসেবেল করে। যার মধ্যে একটা হচ্ছে কপিরাইট ইস্যু, অন্যটি হচ্ছে ন্যাশনাল কোন ধরনের ভায়োলেনশন।

এ ব্যাপারে দেশি বাইকারের ফাউন্ডার দেওয়ান সোহান জানায় “গত সাত মাসে গ্রুপে কোন কপি রাইট ক্লেম ছিল না। শুধু তাই নয়, মেটা তাদের পলিসি আপডেট করার পর থেকে দেশী বাইকারের গ্রুপটি খুব শক্ত হাতে পরিচালনা করে আসছিল দেশী বাইকারের মেনেজমেন্ট টিম। গ্রুপে কোন মিউজিক ভিডিও, শেয়ার পোস্ট ও পার্সোনাল তথ্য সমৃদ্ধ পোস্ট অপ্রুভ করা হচ্ছিল না”।

যদি কপিরাইট ক্লেমের জন্য গ্রুপ ডিসেবল হতো, তাহলে আগে থেকেই মেটা এই ব্যাপারে সতর্ক করে দিত, কিন্তু এমন কোন সতর্ক বার্তা পাইনি টিম দেশি বাইকার। গ্রুপটি ডিসেবল হওয়ার আরেকটি কারণ হতে পারে, ন্যাশনাল ভায়োলেন্স। কিন্তু সূত্র মতে, দেশি বাইকার গ্রুপে কোন পলিটিক্যাল ও রাষ্ট্র বিরোধী পোস্ট এপ্রুভ করা হত না।

উপরোক্ত সকল কারণ বিশ্লেষণ করে বলা যায়, কোন কুচক্রী মহল হয়তো চক্রান্ত করে মেটার কাছে রিপোর্ট করে গ্রুপটাকে ডিসেবল করে দিয়েছে। ইতিমধ্যেই দেশী বাইকার টিম এই ব্যাপারটি নিয়ে বিটিআরছি এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি’র সাথে কথা বলছে। প্রচেষ্টা এখনো চলছে কিন্তু ডিজেবল হওয়া গ্রুপ ফেরত আসার চান্স খুবই কম বলে আমরা জানি।

তবে দেশীবাইকার টিম হাল ছাড়বে না বলে জানিয়েছে। নতুন করে বাইকারদের নিয়ে একটি নতুন ফেসবুক গ্রুপ তারা ওপেন করেছে, যেখানে ১ম দিনেই প্রায় ১৮ হাজার মেম্বার যোগ দিয়েছে।

Join Our New Group: Deshi Biker

বাইক এবং বাইকিং এর যাবতীয় তথ্য পেতে ভিজিট করতে পারে www.deshibiker.com. এছাড়াও দেশীবাইকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখুন।

ফেসবুক গ্রুপটি ভ্যানিস হওয়ার পরে বাইকারদের মাঝে যে আর্তনাদ এবং ভালবাসা দেশীবাইকার টিম দেখেছে, সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় তারা।

অলি আহাদ খান

Related Posts

Add Comment

রিপ্লে দিন

error: Content is protected !!