গতকাল পেট্রোনাস ইঞ্জিন অয়েল কোম্পানি “Petronas Sprinta Ride Safe” নামের একটি ক্যাম্পেইন লঞ্চ করেছে। যে ক্যাম্পেইন টি বাইকার বান্ধব বলে জানিয়েছেন কোম্পানিটির ডিরেক্টর এবং উপস্থিত বাইকারবৃন্দ।
কোম্পানিটি ডিরেক্টর জানায়, তারা সব সময় প্রথাগত নিয়মের বাইরে যেয়ে বাইকারদের ভালোর জন্য কাজ করার চেষ্টায় থাকে। সেই চিন্তা ধারা থেকেই মূলত এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে। এই ক্যাম্পিংটিতে পেট্রোনাস ইঞ্জিন অয়েলের প্রতিটি বোতলের সাথে এবং প্রতিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাইকারদের ফ্রি ইনস্যুরেন্স কাভারেজ প্রোভাইড করবে কোম্পানিটি। বাইকারদের জন্য মাইক্রো ইন্সুরেন্সর এর এই ক্যাম্পেইনটিতে পেট্রোনাস এর সাথে কলাবারেশন করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Petronas Sprinter F900 10w40 full synthetic ইঞ্জিন অয়েলটির সাথে ৬০ দিনের ৫০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ, Petronas Sprinter F700 10w40 Semi Synthetic ইঞ্জিন অয়েলটির সাথে ৪৫ দিনের ৩০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ ও Petronas Sprinter F300 20w50 ইঞ্জিন অয়েলটির সাথে ৩০ দিনের ২০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ দেবে কোম্পানিটি।
উপরোক্ত ইন্স্যুরেন্স কাভারেজ সুবিধার সাথে সাথে এই ক্যাম্পেইনটি সম্পর্কে ১৫ অক্টোবরের মধ্যে প্রচারণামূলক ভিডিও বানিয়ে ভিউজের উপরে নির্ভর করে দুজন ভাগ্যবান বিজয়ী পাবেন মালয়েশিয়া মোটো জিপি দেখার সুযোগ। এছাড়াও উক্ত ইঞ্জিন অয়েলটি কিনে রেফেল-ড্র এর মাধ্যমে ভাগ্যবান দুইজন পাবেন মালয়েশিয়া মোটো জিপি দেখার সুযোগ এবং একটি মোটরসাইকেল ও আরো অনেক কিছু।
- SMK TITAN CARBON হেলমেটের ইউজার রিভিউ - অক্টোবর ১৩, ২০২৪
- SMK Stellar এর রিভিউ দিয়েছেন দেওয়ান সোহান - সেপ্টেম্বর ৩০, ২০২৪
- গতকাল লঞ্চ হলো”Petronas Sprinta Ride Safe” ক্যাম্পেইন - সেপ্টেম্বর ৩০, ২০২৪
You must be logged in to post a comment.