বাইকাররা বাইক নিয়ে সবচেয়ে বেশি ট্যুর করতে পছন্দ করে, ঘুরে বেড়ায় দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থানে করা হয় অনেক এডভ্যাঞ্চার রাইড। আর সেইসব ট্যুর কে স্মৃতি হিসেবে রাখা হয় ছবি দিয়ে। আমরা প্রতিনিয়তই দেখে থাকি বিভিন্ন কোম্পানি কিংবা বাইকিং গ্রুপে ফটো কন্টেস্টের আয়োজন করা হয় বাইকারদের নিয়ে সেখানে বাইকাররা তাদের সেরা ট্যুরের ছবি গুলো নিয়ে অংশগ্রহন করে থাকে।
টোরিনো টায়ার এইসব এডভ্যাঞ্চার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক ফটো কন্টেস্ট ক্যাম্পেইন আয়োজন করেছে। আপনার সেরা ছবি কমেন্টে হ্যাশ ট্যাগ দিয়ে পোষ্ট করে জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট।
টোরিনো টায়ার মূলত দেশের প্রথম টিউবলেস টায়ার প্রস্তুতকারক কোম্পানী, যারা দীর্ঘদিন থেকে দেশের বাজারে মোটরসাইকেল টিউবলেস টায়ার এবং টিউব প্রস্তুত করে আসছে। তাদের বর্তমানে প্রায় ২৪ সাইজের ২৯ টায়ার বাজারে আছে এবং সারাদেশে তাদের প্রায় ৩৮৪ ডিলার রয়েছে।
Tourino Tyre এর ফেসবুক পেজের ফটো কন্টেস্টে অংশগ্রহন করার নিয়মঃ
- বাইকের সাথে আপনার ছবি তাদের ফটো কন্টেস্ট পোস্টের কমেন্টে পোষ্ট করতে হবে। (পোস্ট লিঙ্কঃ https://bit.ly/3z9vY29)
- হ্যাশ ট্যাগ ইউস করুন #TourinoMadventurePhotographyContest #tourinotyres.
- কন্টেস্ট চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।
- কন্টেস্টে অংশগ্রহন করতে হলে তাদের ফেসবুক পেজ ফলো করতে হবে।
তাহলে আর দেরী কেন আপনার বাইকের সাথে ট্যুরের সেরা ছবি দিয়ে অংশগ্রহন করুন আর জিতে নিন আকর্ষনীয় পুরস্কার।
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - জুন ১১, ২০২২
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - জুন ২, ২০২২
- ৪ বাইকারের “রোড সেফটি এন্ড এওয়ার্নেস” স্লোগান নিয়ে ৬৪ জেলা ভ্রমন - ফেব্রুয়ারী ১৯, ২০২২