থ্রটলারের ৫ বছর পূর্তি

বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটির অন্যতম উদীয়মান বাইকিং গ্রুপ হল থ্রটলার। গত ২৫ ডিসেম্বর তারা উৎযাপন করল তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। থ্রটলার গ্রুপ হিসেবে তাদের যাত্রা শুরু করে ২০১৫ সালের অক্টোবর মাসে এবং তখন এর নাম ছিল Hunk Battle. মূলত যারা Hero Hunk বাইক ব্যবহার করতেন তাদের নিয়েই এই গ্রুপের যাত্রা শুরু। তবে পরবর্তিতে এই গ্রুপের বাইকাররা বিভিন্ন বাইক কেনার ফলে এর নাম করন Throttler করা হয় ২০১৭ সালে।

গত ২৫ ডিসেম্বর পূর্বাচল ইকো-পার্কে নানা অনুষ্ঠান এবং আয়োজনের মাধ্যমে পালন করে তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে বাইকারদের গেট-টুগেদারের পাশাপাশি আরও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেগুলো হচ্ছে,

  • বাইকার গেইম শো
  • ফটো কন্টেস্ট
  • লটারী ও
  • কেক কাটা

এই অনুষ্ঠানটিতে বেশ কয়েকটি হেলমেট ব্রান্ড, ইঞ্জিন ওয়েল ব্রান্ড এবং মোটরসাইকেল এক্সেসরিস ব্রান্ড স্পনসর করেছিল। এছাড়া Deshibiker.Com ছিল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এবং অনলাইন নিউজ পার্টনার হিসেবে ছিল Daily Manob Jamin।

  • LS2 Helmets Bangladesh
  • AXXIS Helmets Bangladesh
  • WAYTHER
  • Bikers Tunnel
  • STICKR
  • Liqui Moly Bangladesh
  • Moto Zone
  • Mariam Motors
  • RX Extreme
  • Bikers Shadow &
  • Roy Motors.

বর্তমানে বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটিকে জনপ্রিয় করার জন্য কাজ করছে বাইকিং গ্রুপ গুলো। বাইকারদের মধ্যে সেফটি, রাইডিং টিপস ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন সম্পর্কে বাইকারদের জানানসহ নানা সামাজিক কাজে এগিয়ে আসছে এই গ্রুপ গুলো। এছাড়া যেকোন প্রয়োজনে বাইকারদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে তারা।

Related Posts

error: Content is protected !!