মোটরসাইকেলের টায়ার থেকে কিভাবে ভাল পারফর্মেন্স পাবেন

আমরা টায়ার ও চাকার সাথে সম্পর্কিত কিছু সাধারণ সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করেছি। আসুন আমরা আরো কিছু বিষয় জেনে নেই যা আমাদের অনুশীলন করতে হবে।
• আপনার বাইকে হইত স্পোক রিম থাকতে পারে, যদি হয় তাহলে রিমের ভিতরে সিনথেটিক প্রাইমার কালার কোট এবং পরে সিনথেটিক অথবা এনামেল পেইন্ট করে দিন। এটি আপনার রিমকে মরিচা পরা থেকে ভালো রাখবে, তেমনি বৃষ্টির সময়ে লিকিং থেকে বাচাবে।
• আপনি যদি চান তাহলে অ্যালয় রিমের জন্যও উপরে লিখা কালার কোটটি ব্যবহার করতে পারেন, কিনতি কিছু কিছু লিকুয়েডের কেমিক্যাল প্রতিক্রিয়ার ফলে রিমের ক্ষতি হতে পারে।
• রিম বেল্ট চেক করুন এবং এটি পুরানো হয়ে একি রকম একটি কিনুন। নিরাপত্তার জন্য মোটা এবং পুরু বেল্ট ব্যবহার করার চেষ্টা করুন।
• লিকেজ যদি 2mm এর বেশি হয়, এবং পাঞ্চ সিলিং দিয়ে মেরামত করে থাকেন তাহলে আপনার অবসর সময়ে টায়ারে আবার সিল করুন। আপনার নিরাপত্তার জন্য এটি বাধ্যতামুলক।
• দীর্ঘ যাত্রার সময় একটি অতিরিক্ত টিউব সাথে রাখুন। এটি অবাঞ্ছনীয় পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে।
• সংকীর্ণ এবড়ো-খেবড়ো পথ চলার সময় তাত্ক্ষণিক টায়ার মেরামতের কিট রাখুন।