“Let’s Do Biking” অর্থাৎ “চলো বাইকিং করি” এই থিম ও নাম নিয়ে এবার দেশি বাইকার ১০০+ বাইক ও বাইকার নিয়ে যে ট্যুরটি করেছে তা ছিল কল্পনাতীত। এভারেজ ৩০০ কিলোমিটারের একটা রাইড, প্রোপার সেফটি গিয়ার পড়ে প্রায় ১০০+ বাইক ও বাইকার, এক সারিতে বাংলাবান্ধা যাবে এই দিনটার অপেক্ষায়ই ছিল অনেকেই কিন্তু এবার সেই স্বপ্নের ট্যুরটি আয়োজন করলো টিম দেশী বাইকার।
দেশি বাইকার সব সময় বাইকারদের নিয়ে চিন্তা করে ও বাইকিং কমিউনিটিতে আলাদা কিছু উপহার দেয়ার চেষ্টা করে। তার ধারাবাহিকতায় এই ঈদে দেশি বাইকার রংপুরে আয়োজন করে let’s Do Biking এর প্রথম সিজন। মূলত ১০০% সেফটি মেইনটেইন করে, রংপুর বিভাগের বাইকারদের নিয়ে রংপুর থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (প্রায় ৩৫০ কিলোমিটার) ট্যুর করাই ছিল প্রথম সিজেনের উদ্দেশ্য।
প্রোপার সেফটি গিয়ার ও সার্টিফাইড হেলমেট পরে ১০০+ বাইকার এক লাইনে রাস্তা দিয়ে যাচ্ছিল। অভূতপূর্ব সে এক দৃশ্য। আমরা ইউটিউব বা ফেসবুকে বিদেশের বাইক র্যালিগুলো যেমন দেখি, ঠিক তেমন লাগছিল। রাস্তার চলাচলকৃত অনেক মানুষ এই ট্যুরের দৃশ্য মোবাইলে ধারণ করেছে। অনেকে সম্মান সূচক স্যালুটও দিয়েছে। সত্যি বলতে রিয়াল বাইকিং এর এইটাই পাওয়ার যে, আপনার চলা চল দেখে অন্যরা আপনাকে সম্মান করবে। দেশী বাইকার-এর এই ট্যুরের অংশগ্রহণকারীরা যে সবাই রিয়াল বাইকার, তারা সেটা প্রমাণ করেছে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ১০০টি বাইক নিয়ে ৩৫০+ কিঃমিঃ রাইড আসলেই চ্যালেঞ্জিং ছিল। এর আগে প্রায় ৭০+ বাইক নিয়ে টিম দেশী বাইকার বাংলাবান্ধা ট্যুর করলেও এবার নিজেই যেন সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
এই ট্যুরে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেয়া হয় দেশী বাইকারের টি শার্ট ও স্টিকার। এই ট্যুরের টাইটেল স্পন্সর ছিল টোরিনো টায়ার। এছাড়াও নিয়ন অটো ও সেভয় আইসক্রিম দেশী বাইকারকে এই ট্যুরে স্পন্সর করেছে। দেশি বাইকারের এডমিন দেওয়ান সোহান জানান খুব শীঘ্রই আগামীতে দেশের বিভিন্ন জেলাগুলোতে এই “Let’s Do Biking” এর অন্যান্য সিজন গুলো অনুষ্ঠিত হবে।
- SMK TITAN CARBON হেলমেটের ইউজার রিভিউ - অক্টোবর ১৩, ২০২৪
- SMK Stellar এর রিভিউ দিয়েছেন দেওয়ান সোহান - সেপ্টেম্বর ৩০, ২০২৪
- গতকাল লঞ্চ হলো”Petronas Sprinta Ride Safe” ক্যাম্পেইন - সেপ্টেম্বর ৩০, ২০২৪
You must be logged in to post a comment.