SMK TITAN CARBON হেলমেটের ইউজার রিভিউ

প্রায় ৪ থেকে ৫ মাস ধরে আমি নিয়মিত ভাবে এবং অনেক গুলো লং ট্যুরে SMK TITAN CARBON হেলমেটটি ব্যবহার করেছি যেমন-(চট্টগ্রাম টু সিলেট,চট্টগ্রাম টু সাজেক,চট্টগ্রাম টু তিন্দু,বান্দরবান)। যদিও আরো ৪/৫ বছর আগে আমি কিছুদিন SMK Twister হেলমেটটি ব্যবহার করেছিলাম। SMK TITAN CARBON প্রায় ৫০০০-৬০০০ কি:মি টোটাল রাইড করার পর ভাবলাম একটা ইউজার রিভিউ দেওয়াই যায়। SMK TITAN CARBON হল SMK’র মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটি হেলমেট। SMK এটিকে কার্বন হেলমেট ক্লেইম করলেও অন্যান্য কার্বন হেলমেট এর তুলনায় হাতে নিলে SMK TITAN CARBON একটু ভারীই লাগে তবে অন্য কার্বন হেলমেটের সাথে দামের তুলনা করলে আমি মনে করে এই বাজেটে খারাপ নাহ।

 

কিছু ভাল-খারাপ দিকঃ-

১-প্রথমত হাতে নিলে ওয়েট বেশি লাগলেও মাথায় পড়লে তেমন সমস্যা মনেই হয়নি। ওয়েট ডিস্টিভিশন ৮.৫/১০ দারুন।

২-SMK TITAN CARBON এর আরেকটি মজার দিক হল এয়ার সার্কুলেশন ,অনেক গুলো ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে এটিতে যার ফলে হট ওয়েদারে খুবই আরামদায়ক(রাইড শুরু করলে ১-২ মিনিটে ঠান্ডা ঠান্ডা কুল কুল)।

৩-হেলমেটির সাথে পিনলক সহ দেওয়া থাকে যা খুবই কার্যকর।

৪-SMK TITAN CARBON DOT & ECE সার্টিফাইড।

৫-সান ভাইজর যেটি দিনের বেলা রাইডে খুবই সাপোর্টিব।

৬-অসাধারণ গ্রাফিক্স।

৭- কমিউনিকেটর সেটআপের অপশন রাখায় খুব সহজে কমিউনিকেটর ইনেস্টল করা যায়।

৮- SMK TITAN CARBON এর প্যাডিং কে আমি ০৭/১০ দিব।

৯- প্যাডিং এর লকগুলো তেমন মজবুত ভাবে ফিটিংস হয় নাহ মাঝেমাঝে খুলে যায়…প্রিমিয়াম একটা হেলমেটে এটা কাম্য নয়।

১০- লুক এবং আউটার শেল কে আমি ১০/১০ দিব।

সব দিক বিবেচনায় ও বাজেটের কথা চিন্তা করলে ১৫০০০-১৭০০০ টাকা বাজেটে এটি বেশ ভালো একটি হেলমেট। যদি একটা কার্বন হেলমেট ব্যবহারের সখ থাকে তাহলে আমি বলবো SMK TITAN CARBON বেস্ট চয়েস।

লিখেছেনঃ মেহেদী হাসান মুন্না

অলি আহাদ খান
Latest posts by অলি আহাদ খান (see all)

Related Posts

Add Comment

রিপ্লে দিন

error: Content is protected !!