সুজুকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্রান্ড, ২০২০ সাল টি ছিলো সুজুকির জন্য একদম অন্যতম সেরা সময়। আমরা সবাই জানি ২০২০ টা আমাদের সকলের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বছর ছিলো, মহামারী করোনার মধ্য দিয়ে শেষ হয় বছর, তবুও এই কঠিন সময়ের মাঝে বাইক কোম্পানী গুলো বেশ এগিয়ে গেছে কেননা এই সময় সাধারণ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট থেকে সরে এসে প্রাইভেট ট্রান্সপোর্টে দিকে ঝুঁকেছে, যার মধ্যে সাধ্যের মধ্যে অন্যতম অপশন বাইক। সুজুকি এই মহামারীর মাঝেও তারা ২০২০এ ৭টি নতুন বাইক বাজারে নিয়ে আসে, যেগুলোর মধ্যে রয়েছে, Suzuki Gixxer and Gixxer SF FI and ABS, Suzuki Bandit, Suzuki Samurai 150, Hayate RP 110, GSX 125, GSXR 150 FI and Dual Channel ABS, বাংলাদেশের বাইক কোম্পানী গুলোর মধ্যে সুজুকি ২০২০ এ সবচেয়ে বেশি বাইক লঞ্চ করে ধামাকা দিয়ে দেয় যেখানে অন্যান্য জাপানী কোম্পানী গুলো তেমন ভাবে নতুন কোনো চমক দিতে পারে নি।
বরাবরের মতো তারা তাদের জিক্সার সিরিজে বেশ চাহিদা অর্জন করতে সক্ষম হয়েছে, এবং ২০২০ তাদের ধামাকা ছিলো Suzuki GSX-R 150 এর নতু সংযোজন ডুয়াল চ্যানেল এবিএস সাথে নতুন কালার। সে ধারাবাহিকতা তারা নতুন বছরেও ধরে রাখবে এটাই প্রত্যাশা বাইকাদের, নতুন বছর উপলক্ষ্যে তারা পুরো জানুয়ারী মাস জুড়ে বিভিন্ন মডেলের বাইকের উপর সর্বোচ্চ ২৫,০০০টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার।
Product | Regular Price | Offer Price | Cash Back |
Bandit | 3,29,950/- | 3,19,950/- | 10,000/- |
Access125 (Disc) | 1,70,000/- | 1,45,000/- | 25,000/- |
Access125 (Drum) | 1,62,000/- | 1,40,000/- | 22,000/- |
Lets | 1,50,000/- | 1,36,917/- | 13,083/- |
Hayate EP | 1,09,950/- | 99,950/- | 10,000/- |
সুজুকির এই দারুন ক্যাশব্যাক অফার উপভোগ করুন পুরো জানুয়ারী মাস জুড়ে, এছাড়া সুজুকি হায়াতে ইপি কিনলেই পাচ্ছেন সুজুকি ব্রান্ডিং এর একটি ফুল ফেস হেলমেট।
আমরা আশা করি, সুজুকি ২০২০ এর মতো ২১ এ সেরকম কিছু ধামাকা নিয়ে আসবে বাইকারদের জন্য। বাইকাররা নতুন বছর আসলেই একটা আশায় থাকে যে হয়তো কোম্পানী গুলো নতুন নতুন বাইক নিয়ে আসবে। আশা করি ২০২১ বছরটা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে আর এক চমক হয়ে থাকবে ঠিক ২০১৯ এর মতো।
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪