Suzuki Bangladesh
বাইক স্প্যানার আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ (স্পন্সরঃ হার্মোসো ফ্যাশন) - দেশি বাইকার

বাইক স্প্যানার আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ (স্পন্সরঃ হার্মোসো ফ্যাশন)

আগামী ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস ২০২১ উপলক্ষে এই প্রথম রংপুর বিভাগের সকল বাইকার গ্রুপের এডমিন প্যানেলের অংশগ্রহণে দ্যা বাইক স্প্যানার আয়োজিত “বাইকার’স গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১” এর আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ১৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে সর্বমোট ১৬ দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রংপুর বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে। রংপুর বিভাগ এবং এই ৮ জেলায় অনেকগুলো বাইকার গ্রুপ রয়েছে। এসকল বাইকার গ্রুপের এডমিন প্যানেলদের নিয়েই আয়োজন করা হচ্ছে “বাইকার’স গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১”।

দ্যা বাইক স্প্যানার এই খেলাটি পরিচালনার দায়িত্বে থাকবে। দ্যা বাইক স্প্যানার রংপুরের স্বনামধন্য একটি মোটরসাইকেল স্পেয়ার পার্টস, এক্সেসরিস এবং সার্ভিস সেন্টার। মোটরসাইকেল মোডিফিকেশন এবং টু-হুইলার রিলেটেড যাবতীয় সার্ভিস প্রদান করে থাকে তারা।

টুর্নামেন্টটি স্পন্সর করেছে হার্মোসো ফ্যাশন। হার্মোসো ফ্যাশন একটি কাস্টম ব্রান্ডিং এবং ক্লোথিং কোম্পানি। হার্মোসো মূলত এক্সপোর্ট কোয়ালিটির টি-শার্ট, পোলো শার্ট, হুডি, স্পোর্টস জার্সি সহ বিভিন্ন রকমের জার্সি তৈরি এবং বিক্রি করে।

ব্যাডমিন্টন টুর্নামেন্টটির রেজিষ্ট্রেশন ফিঃ ৯৯৯/-

রেজিষ্ট্রেশনের তারিখঃ ০৫-১২-২০২১ ইং হতে ১০-১২-২০২১ ইং পর্যন্ত

রেজিষ্ট্রেশনের নিয়মাবলীঃ

১. একটি দলে ২ জন খেলোয়ার অংশ গ্রহণ করবে।

২. শুধু মাত্র রংপুর বিভাগের বাইকার গ্রুপের এডমিন প্যানেলগণ অংশগ্রহণ করতে পারবে।

৩. একটি বাইকার’স গ্রুপ হতে সর্বোচ্চ ২ টি দল অংশ নিতে পারবে।

৪. এক দলের খেলোয়ার অন্য দলে খেলতে পারবে না।

৫. নিজ নিজ গ্রুপের টি- শার্ট পরিধান করে ও কেডস্ পড়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে।

৬. টুর্নামেন্টে খেলোয়ারদের নিজেস্ব ব্যাট নিয়ে অংশ নিতে হবে।

৭. প্রথম রেজিষ্ট্রেশন কৃত ১৬ দলের পরে আর কোন দলের রেজিষ্টেশন গ্রহণযোগ্য হবে না।

স্থানঃ দা বাইক স্প্যানার মাঠ, রংপুর।

পুরস্কারঃ

চ্যাম্পিয়ন দলঃ ২টি আকর্ষনীয় ফুল ফেস হেলমেট।

রানার্স আপ দলঃ ২ টি ওয়েদার ব্র্যান্ড এর উইন্টার প্রিমিয়াম স্টাইলিস জ্যাকেট।

এছাড়াও অংশগ্রহণকারী সকল দলের জন্য থাকছে শুভেচ্ছা পুরস্কার।

বিস্তারিত তথ্য ও রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করুনঃ

দ্যা বাইক স্প্যানার – 01315-133899,  সোহেল খন্দকার ফাহিম – 01761267995 এবং মজুমদার – 01750121419

মন্তব্য

About The Author

Related Posts

error: Content is protected !!
×