টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান জনাব আকতার হুসাইন (৭৫) আর আমাদের মাঝে নেই।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে জনাব আকতার হুসাইন-এর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। জনাব আকতার হুসাইন-এর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র, এক মেয়ে সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গিয়েছেন।
জনাব আখতার হুসাইন টিভিএস আটো বাংলাদেশ, সনি, র্যাংগস, ফার্মাশিয়া ফার্মাসিউটিক্যালস সহ অনেক সনামধন্য কোম্পানির প্রতিষ্ঠাতা ও সফল পরিচালক ছিলেন। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, জনাব আকতার হুসাইন-এর জানাজা শুক্রবার ১১ ফেব্রুয়ারি বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাজার পর জনাব আকতার হুসাইন-এর মৃতদেহ বরিশালে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
- টানা ১৮ বছর লুব্রিকেন্ট মার্কেটের শীর্ষে Shell - ডিসেম্বর ১, ২০২৪
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩