বরাবরের মত এই মার্চ মাসেও ইয়ামাহা নিয়ে এলো “ইয়ামাহা একচেঞ্জ ফেস্টিভাল, মার্চ ২০২১”। যেখানে আপনার যে কোন ব্রান্ডের পুরাতন মোটরবাইক বদলে নিতে পারেন ইয়ামাহার যে কোন মডেলের নতুন মোটরসাইকেল এবং সেই সাথে আকর্ষনিয় মূল্য ছাড়। আগামী ২১, ২২ মার্চ ঢাকার বিজিপ্রেস মাঠ, তেজগাঁওতে ঢাকার ডিলার পয়েন্ট গুলোর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে ঢাকার অনেক নামি-দামি মোটরসাইকেল ডিলারগণ উপস্থিত থাকবেন।
উক্ত এক্সচেঞ্জ ফেস্টিভালে অংশগ্রহণের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার ডিলাররা উক্ত তারিখে এই এক্সচেঞ্জ ফেস্টিভালটি আয়োজন করবে। উল্লেখিত জেলা শহরগুলো হচ্ছে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, নরসিংদি, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, নওগাঁ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, ফেনী, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, ঝিনাইদহ, বগুড়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, রংপুর, রাজবাড়ী, শরিয়তপুর, কুষ্টিয়া, লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, পাবনা, সিলেট এবং খাগড়াছড়ি।
এই এক্সচেঞ্জ অফারে আরও থাকছে নির্দিষ্ট ইয়ামাহা মোটরসাইকেলের উপর আকর্ষনিয় মূল্য ছাড়। চলুন জেনে নেয়া যাক কোন মডেলে কত টাকা মূল্যছাড় থাকছে।
মডেল | মুল্যছাড় |
Yamaha XSR 155 | 5,000/- |
R15 V3 | 5,000/- |
MT-15 | 5,000/- |
Fazer FI V2 | 3,000/- |
FZs FI V3 | 1,500/- |
FZs FI V2 | 1,500/- |
Saluto 125 | 1,500/- |
Ray ZR Street Rally | 1,500/- |
- এই ইভেন্টে সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জ অফারের সাথে চলতি মাসের রেগুলার অফার প্রযোজ্য হবে।
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪