Yamaha Saluto 125!
বাইক টা ক্রয় করি প্রায় দেড় বছর আগে!
এই সময়ে আমি বাইক টা প্রায় ৪০ হাজার কিলো চালিয়ে ফেলেছি! সুতরাং বুঝতে পারছেন কি ধরনের চাপ দিয়েছি বাইক এর উপর!
তবে বলতে পারেন যে হয়তো ট্যুর দিয়েছিলাম! আসলে তা না! আমি ব্যাক্তিগত ব্যাবসার কাজে ব্যবহার করেছিলাম!
কখনো অফরোড, কখনো কাদা বালি, কখনো সিটি আর কখনো হাইওয়ে বেড়াতে হয়েছে তাকে নিয়ে
আজ আপনাদের সামনে সেসব অভিজ্ঞতা তুলে ধরবো!
প্রথমে আসি বাইক এর লুক নিয়েঃ বাইক এর লুক ১২৫ সিসি বাইক হিসেবে অনেক সুন্দর আর একটা অন্য রকম ভাব আছে এটার মাঝে! কালার হিসেবে আমার ম্যাট গ্রীন পছন্দ কারন রোদে, বৃষ্টিতে যেভাবেই চালান কালার নিয়ে চিন্তা করতে হয়না! বলতে গেলে আমি অতো যত্ন করিনা সেজন্য ম্যাট কালার বাইক পছন্দ!
তারপর আসি এটার বিল্ড কোয়ালিটি মানে কোনটা কেমন টেকসই সেটা নিয়েঃ
বিল্ড কোয়ালিটি অন্য বাইক এর থেকে আপডেট মনে হয়েছে! সামনে এবং পিছনে টিউবলেস টায়ার সামনে থাকা বাম্পার এবং বাকি সব কিছুই বেস্ট তবে এর চেইন সেট নিয়ে সন্তুষ্ট না! অল্প কিছুদিনেই এর অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো!
এবার আসি মাইলেজ নিয়ে,
স্যালুটো কে মাইলেজ এর রাজা বলা হয়!
অফরোডে এর মাইলেজ পেয়েছিলাম ৫০ (KMPL)
হাইওয়েতে ঃ
ইকোনমি = ৬৭
অভারস্পিড =৫৫
তবে এর মাইলেজ নির্ভর করবে রাইডার এর উপর! তবে আমি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট
কমফোর্ট ঃ
স্যালুটো বাইক এর সিটিং পজিশন এর সাথে হ্যান্ডেলবার এর মিল রেখে তৈরী! যাতে সিটি তে রাফ ড্রাইভ করা সম্ভব! এবং হাত ব্যাথা / ব্যাকপেইন হবার সম্ভাবনা কম! তবে অন্য বাইক থেকে স্যালুটো একটু উচু (গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি) যার কারনে যাদের হাইট কম তাদের সমস্যা হতে পারে! তবে এই সাস্পেনশন এডজাস্ট করে তা সমাধান করা সম্ভব!
ব্রেকিংঃ ১২৫ সিসি বাইক এর মধ্যে স্যালুটো এর ব্রেকিং কে ১০ এ ৯ দেয়া চলে! এতো স্মুথ ব্রেকিং অন্য বাইকে কখনো ফিল করিনি! (আমার টা ডিস্ক ব্রেক) আশাকরি আপনাদেরও ভালো লাগবে
বাইক কেনার পরে ইয়ামাহা ডিলার পয়েন্ট থেকে বেশ কিছু সার্ভিস এবং ফ্রী সার্ভিস ক্যাম্পেইন পেয়েছিলাম! যার কারনে কিছু সমস্যা হলে সহজেই সমাধান পেয়েছি!
স্যালূটো বাইকে শুরু থেকে অকটেন ব্যবহার করে এসেছি এবং ইঞ্জিন অয়েল হিসেবে প্রথমে Yamalube 20w40 ইউজ করার পরে বাইক এর সাউন্ড এর সমস্যাজনিত কারনে আমি পরে Shell Advance এ শিফট করেছিলাম! অনেকের কাছে স্যালুটো এর সাউন্ড খারাপ মনে হয়! তারা এই উপায় ট্রাই করতে পারেন!
সবশেষে বলবো আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট! আপনারা অনেকেই বাইক কেনার আগে যাচাই বাছাই করেন! আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম যাতে আপনাদের কাছে সুবিধা হয়!
ধন্যবাদ সবাইকে!
লিখেছেন-
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪