সুজুকি লঞ্চ করলো Gixxer SF EFI & Intruder EFI

সুজুকি বাজারে লঞ্চ করলো Suzuki Gixxer SF EFI এবং Suzuki Intruder EFI,

দীর্ঘদিন থেকে বাংলাদেশের বাজারে সুজুকি বেশ ভাল যায়গা করে নিয়ে আসছে তাদের বিভিন্ন বাইকের জন্য। সুজুকির Gixxer SF বাইকটি বেশ ভাল যায়গা করে নিয়েছিলো বাজারে, বিশেষ করে দেশের তরুন প্রজন্মের পছন্দের তালিকায় SF থাকবেই। এর এক্সিলারেশন, লুকস, মাইলেজ সব মিলিয়ে বেশ ভাল একটি বাইক বলা চলে। ইতিমধ্যে সিজুকি তাদের এই Gixxer SF এ নিয়ে আসছে কিছু নতুনত্ব, আর সেটি EFI ইঞ্জিন। আমরা দেখেছি সুজুকি জিক্সার সিরিজের সব বাইকেই বেশ ভাল মাইলেজ পাওয়া যায়, মাইলেজ টা আরো ভালো পাওয়া জন্য সুজুকি বাজারে নিয়ে আসলো Suzuki Gixxer SF EFI, যার ফলে এখন এটি থেকে আগের চেয়ে ভাল মাইলেজ আশা করা যায়। EFI ভার্সনটি শুধুমাত্র Gixxer SF এ পাওয়া যাচ্ছে, আর বর্তমান সময়ে থাকা বাজারে সকল SF মডেলেই এই ভার্সনটি পাওয়া যাচ্ছে। এছাড়া মডেল, লুকস বাকি সব কিছুই থাকছে আগের মতো এর বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৭৯,৯৫০ /-

 

Suzuki Intruder বাংলাদেশের বাজারে সুজুকির প্রথম ক্রুজার মোটরসাইকেল। এর চাহিদা প্রথম থেকেই বেশ লক্ষ্য করা যাচ্ছিলো কেননা এর মূল আকর্ষণ ছিলো এর ব্রেকিং এ এতে ব্যবহার করা হয়েছে Anti Lock Breaking System(ABS), আর এর লুক, এর পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। যারা ক্রুজার বাইক পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় থাকতেই হয় এই Intruder কে। এর চাহিদা আরো বৃদ্ধি করার জন্য এবং আরো ভাল মাইলেজ পাওয়ার জন্য এবার সুজুকি তাদের এই ক্রুজার বাইকটিতে ব্যবহার করছে EFI ইঞ্জিন। যা আপনাকে দিবে আগের থেকে অধিক মাইলেজ। সুজুকির এই ভার্সনটির বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৯৯,০০০/-

সুতরাং যারা ভাবছেন নতুন বাইক কিনবেন তারা তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এই দুটি নতুন ভার্সন কে, এছাড়াও তাদের আগের মডেল গুলোও বাজারে পাওয়া যাবে।