প্রশ্নঃ “এন্টি ক্লাচ স্লিপ এডিটিভ্স” কি জিনিস?
উত্তরঃ এটি এক প্রকার কেমিকেল উপাদান যা ক্লাচ-স্লিপ রোধ করে। এটি বাইক অয়েলে এন্ড গিয়ার অয়েলে মিশানো হয় অয়েল প্রক্রিজাত করার সময়।
প্রশ্নঃ গাড়ির অয়েল বাইকে ইউজ করলে কি হবে?
উত্তরঃ গাড়ির অয়েল বাইকে ইউজ করলে ইনস্ট্যান্ট কোন ক্ষতি হবে নাহ। বাইক স্মুথলি ই চলবে। বাট, গাড়ির অয়েলে “এন্টি ক্লাচ স্লিপ এডিটিভ্স” না থাকায় এটি ইউজ করলে ক্লাচ স্লিপ করবে যার কারন হলো এই “Friction modifier addtives থাকার কারনে এবং “এন্টি ক্লাচ স্লিপ এডিটিভস” না থাকার কারনে, যা দীর্ঘদিন ব্যাবহারের ফলে ক্লাচ প্লেট ডিউরাবিলিটি অনেক কমিয়ে দিবে এন্ড গিয়ার শিফটিং হার্ড মনে হবে।
প্রশ্নঃ মোটরসাইকেল অয়েল চিনবো কিভাবে?
উত্তরঃ
- মোটরসাইকেল অয়েলের বোতলের যেকোন পাশে অবশ্যই JASO-MA(or MA2) certificate লিখা থাকবে। এটাই মোটরসাইকেল অয়েল চিনার প্রধান উপায়।
- “4T ” or “4 Takt” or “Motorcycle oil” লিখা থাকলে বুঝতে হবে এটা মোটরসাইকেল অয়েল। (এটা সহজতম উপায়,তবে অনেক সময় এটা লিখা নাও থাকতে পারে)
- মোটরসাইকেল অয়েলের বোতলে কখনই API- S’X’/ CF(X= G,L,M ,N etc) লিখা থাকবে নাহ। শুধুমাত্র API- SG or SL or SM or SN লিখা থাকবে, CF থাকবে নাহ। সাথে JASO-MA or MA2 certificate থাকবে।
প্রশ্নঃ কিন্তু ভাই, গাড়ির অয়েল ইউজ করেতো বাইক একটু স্মুথ পাইতেসি যা একি দামের বাইক অয়েলে পাই নাহ,কারন কি??
উত্তরঃ জি ভাই, গাড়ির অয়েলে “এন্টি ক্লাচ স্লিপ এডিটিভ্স” না থাকায় & গাড়ির অয়েলে “ফ্রিকশান মডিফায়ার” এডিটিভস ইউজ করা হয় বিধায় ইঞ্জিন সামান্য স্মুথ মনে হয় সেম ক্যাটাগরি & সেম প্রাইসের বাইক অয়েলের সাপেক্ষে। এটার বিশদ ব্যাখ্যা আছে,ডিটেইলস এ না গেলাম।
বাট,এটা ক্লাচের-গিয়ার এর জন্যে ক্ষতিকর,তাই ইউজ করবেন্না।
বাজারে থাকা কিছু কমন এবং খুব ভালো মানের গাড়ির অয়েলের লিস্ট দিলাম যা প্রায়ই মানুষ ভূল করে মোটরসাইকেলে ব্যবহার করে :-
-BP oils( Super V & Viscoo)
– Mobil Special
– ptt Performa
-Castrol GTX
– Mobil 1 (Racing 4T বাদে বাকি গুলো)
– Total quartz
– Kixx G
– HPX
– Shell Helix (মোটরসাইকেলের জন্য Shell Advance)
লিখেছেনঃ সাহেদ এহসান আবির (মডারেটর – Fuel Injection Club BD-FCB)
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩
- ক্যাশব্যাক ও EMI অফারে বাইক কেনার সুযোগ দিছে টিভিএস সেলস পয়েন্ট - জুলাই ১৯, ২০২৩