ইঞ্জিন অয়েল হল একটি মোটরসাইকেলের প্রাণ। আপনি যত রেগুলার এবং সময়মত ইঞ্জিন ওয়েল পরিবর্তন করবেন আপনার শখের বাইকটিও অনায়াসে বড় ধরনের ঝামেলা ছাড়া অনেক দিন ব্যবহার করতে পারবেন।
এখন আসি আমার কথায়-
আমি রানার নাইট রাইডার ১৫০ সিসি সেগমেন্টের বাইক ব্যবহার করি। আমার বাইকের ইঞ্জিন ওয়েল গ্রেড 20W40. আমি আমার বাইকে সবসময় রিকমেন্ডেড ইঞ্জিন ওয়েল ব্যবহার করি। এই বাইকের সাথে আমার প্রায় ২ বছরে ২৬০০০ কিঃমিঃ এর পথ চলা। আমি প্রথম দিকে বেশ কয়েকটি ব্রান্ড এর ইঞ্জিন ওয়েল ট্রাই করেছিলাম। কিন্তু পরবর্তীতে মতুলের সাথে শুরু হয় আমার পথ চলা। প্রথম দিকে আমি মতুল মিনারেল ব্যবহার করতাম। তারপর থেকে যখন Motul 5100 10W40 গ্রেড এর সেমি সিন্থেথিক ইঞ্জিন ওয়েল বাজারে আসল তখন থেকে আমার মোটরসাইকেলের জন্য মতুলের এই ইঞ্জিন ওয়েল হয়ে উঠল প্রাণ।
এখন আমি কেন বাজারের অনেক ইঞ্জিন ওয়েল থেকে মতুলকে বেছে নিয়েছি এবং এটি ব্যবহারের সুবিধাগুলো বলবঃ
১) এই ইঞ্জিন ওয়েল Ester-Technology আপনার বাইকের ইঞ্জিনের সকল ধরনের মুভিং পার্টসগুলোকে ক্ষয় থেকে রক্ষা করবে।
২) আপনি অনায়াসে ২০০০-২৫০০ কিঃমিঃ ব্যবহার করতে পারবেন। আমার মতে এই মূল্যের মাঝে এটা অনেক সাশ্রয়ী।
৩) আপনার বাইকের ইঞ্জিনে স্লাজ হতে বাধা প্রদান করবে।
৪) আপানার বাইকের ইঞ্জিন স্মুথ থাকবে।
আপনার বাইক এয়ার কোল্ড ইঞ্জিন হয়ে থাকলে আপনি মিনারেল এবং সিন্থেথিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। অবশ্যই মতুলের অথরাইজড শপ থেকে অরজিনাল মতুল কিনুন।
হ্যাপি বাইকিং
#Club_Throttler
#Wear_Helmet
লিখেছেনঃ Masud Pervez (এডমিন – THROTTLER (The Power of Bikers))
- টানা ১৮ বছর লুব্রিকেন্ট মার্কেটের শীর্ষে Shell - ডিসেম্বর ১, ২০২৪
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩