২০১৭-১৮ সালে একটা SMK Twister ব্যবহার করেছি, আউটার শেল খুব ভাল ছিল কিন্তু হেলমেটের পিছনে ওয়েট বেশি ছিল, তাই অনেক সময় লং ট্যুরে ঘাড় ব্যাথা হতো। আমার মত অনেকেই ওই সময় বা তারপরে SMK Helmet ইউজ করে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল। SMK Stellar পরার পর আমার সেই ধারণাটা চেঞ্জ হয়েছে।
এই প্রথম SMK এর একটা হেলমেট পেলাম, যেটা সান ভাইজর ছাড়া। তাই এটা লাইটওয়েট। হেলমেটের গায়ে লেখা ১৬০০ গ্রাম, হাতে নিলে সর্বোচ্চ ১৪৫০ গ্রামের মত ফীল হবে। SMK Stellar এর ওয়েট ডিস্ট্রিবিউশনকে আমি ৫ এ ৫ দেব (শুধুমাত্র লেটেস্ট মডেলগুলোকে)।
SMK Stellar এর প্যাডিং পুরু এবং খুবই আরামদায়ক। SMK এর অন্যান্য অনেক মডেলের থেকে প্যাডিং ভাল মনে হয়েছে। তবে প্যাডিং-এর টেম্বার কত দিন থাকবে, এটা পরিক্ষা করা হয়নি। কারণ হেলমেটটি মাত্র ২-৩ সপ্তাহ ব্যবহার করেছি। তবে সফট হওয়ার কারণে রাফ ইউজ করলে প্যাডিং এর টেম্পার এক বছরের বেশি থাকবে না বলে মনে হয়েছে।
পজিটিভ দিকঃ
১। ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো।
২। পিনলক ভাইজর দেয়া থাকে।
৩। পুরু প্যাডিং, গালের সাথে লেগে থাকে এবং খুবই আরামদায়ক।
৪। DOT এবং ECE 22.06 সার্টিফাইড।
৫। স্ক্র্যাচ রেসিসটেন্স ভাইজর।
৬। বাজেট অনুযায়ী হেলমেটটা সুন্দর। বিশেষ করে স্পয়লারটার কারণে এটাকে অনেক দামী হেলমেট মনে হয়।
নেগেটিভ দিকঃ
১। সানভাইজর নেই।
২। সব গ্রাফিক্স মার্কেটে এভেলেবল থাকে না।
৩। SMK এর ভাইজর সহজে পাওয়া গেলেও স্পেসিফিক মডেলের প্যাডিং, স্পয়লার ইত্যাদি স্পেয়ার সব সময় পাওয়া যায় না।
হেলমেটটির দাম ৫,০০০ থেকে ৬,৭০০ টাকা (গ্রাফিক্স ভেদে) পর্যন্ত হয়ে থাকে। ইয়ামাহা’র সকল অফিসিয়াল শো-রুমে পেতে পারেন। তবে কোথাও না পেলে তেজগাঁওতে ইয়ামাহার ফ্ল্যাগশীপ সেন্টারে পাবেন। ছবিতে যে গ্রাফিক্সের হেলমেট আমি ব্যবহার করেছি, সেটার প্রাইস ৫,০০০ টাকা।মার্কেটে SMK Stellar এর কম্পিটিটর বলা যেতে পারে MT Stinger (৬,৭৫০ টাকা), Yohe Game Changer (৬,০০০ টাকা) এবং Bilmola Veloce (৫,৯০০ টাকা)। তবে ৫,০০০ – ৭,০০০ টাকা বাজেটের মধ্যে এটাকে আমি হাইলি রিকমেন্ড করব।
- SMK Stellar এর রিভিউ দিয়েছেন দেওয়ান সোহান - সেপ্টেম্বর ৩০, ২০২৪
- গতকাল লঞ্চ হলো”Petronas Sprinta Ride Safe” ক্যাম্পেইন - সেপ্টেম্বর ৩০, ২০২৪
- Hero Karizma XMR 210 এর ইউজার রিভিউ লিখেছেন মিনহাজ খান - সেপ্টেম্বর ২৩, ২০২৪
You must be logged in to post a comment.