ইয়ামাহা একটি জাপানিজ ব্র্যান্ড যা প্রিমিয়াম কোয়ালিটি মোটরসাইকেল এর জন্য বিশেষভাবে জনপ্রিয়। ইয়ামাহা সবসময় তাদের কোয়ালিটি নিয়ে বিশেষভাবে সতর্ক এবং তারা চেষ্টা করে কাস্টমারকে তাদের সেরাটা দিতে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর।
ইয়ামাহা লাভারদের জন্য সুখবর। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস আবার নিয়ে এসেছে নতুন সব অফার। আমরা ইতোঃমধ্যে জেনে এসেছি এসিআই মোটরস বিভিন্ন উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। এবার ইয়ামাহা দিচ্ছে “YAMAHA CASH BACK OFFER” সেপ্টেম্বর/২০১৮ মাসের জন্য।
Yamaha Cash Back Offer – সেপ্টেম্বর/২০১৮:
মডেল |
মূল্য |
ক্যাশব্যাক অফার |
পরিবর্তিত মূল্য |
Saluto |
1,46,000/- |
4,000/- |
1,42,000/- |
SZ-RR V2 |
1,85,000/- |
5,000/- |
1,80,000/- |
FZs Fi |
2,49,000/- |
5,000/- |
2,44,000/- |
Fazer Fi |
2,75,000/- |
5,000/- |
2,70,000/- |
R15S |
4,15,000/- |
16,000/- |
3,99,000/- |
ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ১৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক R15S বাইকটির জন্য এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক Saluto বাইকটির জন্য। অফারটি FZs ডাবল ডিস্ক এবং R15 V3.0 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। চলুন দেখা যাক বাইকগুলোর সংক্ষিপ্ত বিস্তারিত।
# Saluto: এটি একটি ১২৫ সিসি স্ট্যান্ডার্ড বাইক যা অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এর সাথে যোগ হয়েছে ৪,০০০/- টাকা ক্যাশব্যাক অফার। ১২৫ সিসি বাইকটির ইঞ্জিন এয়ার কুল্ড, ফোর স্ট্রোক এবং ২ ভালভ যুক্ত যা ৮.১৮ বিএইচপি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। সেপ্টেম্বর মাসের মধ্যে বাইকটি কিনলে পাচ্ছে ৪,০০০/- টাকা ক্যাশব্যাক।
# SZ-RR V2: এটি একটি ১৫০ সিসি স্ট্যান্ডার্ড বাইক যা ক্যাশব্যাক অফার এর আওতাভুক্ত। এটি একটি কম্যুটার সেগমেন্টের ১৫০ সিসি বাইক যা এখনো মার্কেটে খুব একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নি। বাইকটিতে রয়েছে ৫,০০০/- টাকা ক্যাশব্যাক অফার। সুযোগটি নিতে পারেন আপনিও।
# FZs Fi: এটি একটি ১৫০ সিসি প্রিমিয়াম সেগমেন্টেড নেকেড বাইক যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বাইকটি অত্যন্ত আরামদায়ক এবং দুর্দান্ত এর কন্ট্রোলিং। ইয়ামাহা বাংলাদেশে এর ডাবল ডিস্ক ভার্শনটিও লঞ্চ করেছে। এর ইঞ্জিন এয়ার কুল্ড, ফোর স্ট্রোক এবং ২ ভালভ যুক্ত যা ১৩.২ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ১২.৮ এনএম ম্যাক্স তরক উৎপন্ন করতে সক্ষম। সেপ্টেম্বর মাসে এই বাইকটি ক্রয়ে পাচ্ছেন ৫,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
# Fazer Fi: এটি একটি জনপ্রিয় ট্যুরিং বাইক ১৫০ সিসি সেগমেন্টে। বাইকটির নতুন ভার্শনটি এখন আরও আকর্ষণীয়। রয়েছে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটি তিনটি ভিন্ন কালারে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বাইকটি ক্রয়ে পাবেন ৫,০০০/- টাকা ক্যাশব্যাক অফার। ইটা শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য প্রযোজ্য।
# R15s: এটি একটি ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক। রয়েছে ১৪৯ সিসি ইঞ্জিন সেই সাথে লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক টেকনোলজি। ইঞ্জিন ১২.২ কিলোওয়া ম্যাক্স পাওয়ার এবং ১৫ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির সাথে রয়েছে সর্বোচ্চ ১৬,০০০/- টাকা ক্যাশব্যাক অফার।
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩
- ক্যাশব্যাক ও EMI অফারে বাইক কেনার সুযোগ দিছে টিভিএস সেলস পয়েন্ট - জুলাই ১৯, ২০২৩