দেখতে ২০২০ এর এক বৈশ্বিক ধাক্কা কাটিয়ে আবারো স্বাভাবিক হচ্ছে দেশ, চলে এলো ২০২১, আর বরাবর ACI মটরস বাংলাদেশে ইয়ামাহাতে প্রায়ই বাইকারদের জন্য কোনো না কোন অফার দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নতুন বছর উপলক্ষে ইয়ামাহা দিচ্ছে নির্দিষ্ট বাইকের উপর ক্যাশ ব্যাক অফার “নিউ ইয়ার ব্যাশ অফার”।
২০২০ সাল টা ইয়ামাহার জন্য খুব একটা ভাল যায় নি, ছিলো নতুন কোনো চমক এছাড়া তো করোনার প্রভাব আছেই। আর ২০১৯ এ যেমন ছিলো ইয়ামাহার জন্য সবচেয়ে ভাল একটি বছর ২০২০ টা ছিলো ঠিক তার উলটো, আমরা আশা করি নতুন বছরে নতুন ভাবে ACI মটরস তাদের যাত্রা শুরু করবে, আর বাইকারদের জন্য নিয়ে আসবে নতুন কিছু। যার জন্য বাইকাররা সবসময় অপেক্ষা করে থাকে। গেল বছর নতুন কোনো বাইক লঞ্চ করে নি তাই বাইকাররা আশায় আছে নতুন বছরে ইয়ামাহা নতুন কিছু চমক নিয়ে আসবে।
ইয়ামাহা প্রতিনিয়তই বাইকারদের জন্য কাজ করে যাচ্ছে, বিভিন্ন আয়োজন করে যাচ্ছে বাইকারদের জন্য। প্রায় প্রতি মাসেই কিছু কিছু বাইকের উপর ইয়ামাহার বিভিন্ন রকম অফার দেয়া হয়ে থাকে, সেই মতে নতুন বছরে তারা দিচ্ছে Yamaha R15 V3 (Indian) ও Yamaha MT 15 এ থাকছে ১০,০০০টাকা ক্যাশব্যাক এবং ইয়ামাহা স্যালুটোতে থাকছে ৪,১০০ টাকা ক্যাশব্যাক অফার।
Product | Regular Price | Cash Back | Current Price |
Yamaha R15 V3 (Indian) | 4,85,000/- | 10,000/- | 4,75,000/- |
Yamaha MT 15 | 4,10,000/- | 10,000/- | 4,00,000/- |
Yamaha Saluto 125 | 1,29,000/- | 4,100/- | 1,24,900/- |
বিঃদ্রঃ এই অফার ১লা জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী ২০২১ পর্যন্ত চলবে।
Yamaha R15 V3 এবং Yamaha MT 15 তাদের সবচেয়ে প্রিমিয়াম প্রডাক্ট বাংলাদেশের স্পোর্টস বাইক গুলোর মধ্যে যাদের নাম সবার আগে আসে, দেশের তরুণদের পছন্দের তালিকায় এই দুইটি বাইক থাকবেই। বাইক দুটিতেই একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একটি ফুল ফেয়ার্ড এবং অপরটি নেকেড স্পোর্টস। এছাড়া Yamaha Saluto 125 তাদের মাইলেজ কিং, ১২৫ সিসি সেগমেন্টে স্যালুটো বেশ সুনাম অর্জন করে আসছে।
২০২০ সালটা এই জাপানী কোম্পানীর জন্য খুব একটা ভাল যায় না কেননা তাদের সবচেয়ে বেশি বিক্রির বাইক Yamaha FZ V2-3 যখন খুব বেশি চাহিদা শুরু হয় ঠিক তখনই তাদের এই বাইক দুটি স্টক আউট হয়ে যায়। আমরা আশা করি নতুন এই বছরে তারা আবার সেই ২০১৯ এর মতো ধামাকা কিছু নিয়ে আসবে।
Product Name | Price |
Saluto 125 | 124,900/- |
Yamaha Fascino | 150,000/- |
Yamaha Ray ZR Street Rally | 165,000/- |
Yamaha FZs V2 FI | 210,000/- |
Yamaha FZs V3 | 240,000/- |
Yamaha Fazer V2 | 271,000/- |
Yamaha XTZ 125 | 325,000/- |
Yamaha MT-15 | 410,000/- |
Yamaha Nmax | 425,000/- |
Yamaha R15 V3 | 485,000/- |
- Hero Hunk DD ১৭০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ ( লিখেছেন- শান্ত) - এপ্রিল ২, ২০২৪
- Hero Hunk ১০,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ফাহিম হোসেন তপু) - মার্চ ১১, ২০২৪
- Hero Hunk ৪২,০০০ কিঃমিঃ মালিকানা রিভিউ (লিখেছেন- ইফাজ আহমেদ) - মার্চ ১০, ২০২৪