জানুয়ারীতে ইয়ামাহার মোটরসাইকেল কিনলে পাচ্ছেন “ইয়ামাহা ব্রান্ডেড জ্যাকেট”

ইয়ামাহা একটি জাপানিজ ব্র্যান্ড যা প্রিমিয়াম কোয়ালিটি মোটরসাইকেল এর জন্য বিশেষভাবে জনপ্রিয়। ইয়ামাহা সবসময় তাদের কোয়ালিটি নিয়ে বিশেষভাবে সতর্ক এবং তারা চেষ্টা করে কাস্টমারকে তাদের সেরাটা দিতে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস আবার নিয়ে এসেছে নতুন সব অফার। আমরা ইতোঃমধ্যে দেখেছি এসিআই মোটরস বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। এবার ইয়ামাহা দিচ্ছে প্রতিটি মোটরসাইকেলের সাথে ইয়ামাহা ব্রান্ড সম্বলিত জ্যাকেট। এই অফার আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এই মাসে ইয়ামাহার মোটরসাইকেলে কোন ক্যাশব্যাক অফার থাকছে না।

ইয়ামাহার মোটরসাইকেলগুলোর বর্তমান মূল্য

মডেল

মূল্য

Saluto

1,41,000/-

SZ-RR V2

1,85,000/-

  FZs Fi

2,49,000/-

Fazer Fi

2,75,000/-

R15S

4,15,000/-

# Saluto: এটি একটি ১২৫ সিসি স্ট্যান্ডার্ড বাইক যা অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। ১২৫ সিসি বাইকটির ইঞ্জিন এয়ার কুল্ড, ফোর স্ট্রোক এবং ২ ভালভ যুক্ত যা ৮.১৮ বিএইচপি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম।

# SZ-RR V2: এটি একটি ১৫০ সিসি স্ট্যান্ডার্ড বাইক। এফ,জেড,এস এবং ফেজার ন্যায় একই ইঞ্জিন ব্যবহার করা হলেও এখনো মার্কেট শেয়ার খানিকটা কম।

# FZs Fi: এটি একটি ১৫০ সিসি প্রিমিয়াম সেগমেন্টেড নেকেড বাইক যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বাইকটি অত্যন্ত আরামদায়ক এবং দুর্দান্ত এর কন্ট্রোলিং। ইয়ামাহা বাংলাদেশে এর ডাবল ডিস্ক ভার্শনটিও লঞ্চ করেছে। এর ইঞ্জিন এয়ার কুল্ড, ফোর স্ট্রোক এবং ২ ভালভ যুক্ত যা ১৩.২ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ১২.৮ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম।

# Fazer Fi: এটি একটি জনপ্রিয় ট্যুরিং বাইক ১৫০ সিসি সেগমেন্টে। বাইকটির নতুন ভার্শনটি এখন আরও আকর্ষণীয়। রয়েছে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটি তিনটি ভিন্ন কালারে বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

# R15s: এটি একটি ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক। রয়েছে ১৪৯ সিসি ইঞ্জিন সেই সাথে লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক টেকনোলজি। ইঞ্জিন ১২.২ কিলোওয়া ম্যাক্স পাওয়ার এবং ১৫ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম।

Related Posts

error: Content is protected !!