ফ্রান্সের এক মহাসড়কের কিনার ধরে চলছে একটি মোটরসাইকেল। সড়ক বিভাজকের পাশে মোটরসাইকেলটির ডানে ও বামে চলছে ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন। গাড়িটির গতিও স্বাভাবিক। কিন্তু নেই শুধু চালক। আর এ নিয়ে প্রশ্নের শেষ নেই উৎসুক লোকজনের।
চালক ছাড়া গাড়িটি কীভাবে চলছিল? কোনো ভূত আছর করেনি তো?
গত মাসে ফ্রান্সের সংবাদপত্র ‘লা প্যারিসিয়া’ টিভি চালকবিহীন মোটরসাইকেলটির ভিডিও প্রকাশের পর থেকেই এমন প্রশ্ন ঘুরঘুর করছিল। অবশেষে এক মাস পর সেই প্রশ্নগুলোর উত্তর মিলেছে।
ওই মোটরসাইকেলের চালকের খোঁজ পেয়েছে সংবাদপত্রটি। সেই চালক সংবাদমাধ্যমটিকে জানান, মহাসড়কে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু এরপরও মোটরসাইকেলটি চলতে থাকে। এরপর বেশ কিছু দূর গিয়ে এটি ধাক্কা খেয়ে পড়ে যায়।
চালক আরো জানান, সৌভাগ্যবশত তিনি মোটরসাইকেলটি ফেরত পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পেশাদার মোটর রেসার জ্যাঁ-পিয়েরে গয় যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানকে বলেন, চালক ছাড়া মোটরসাইকেল চলা নতুন কিছু নয়। চালক ছাড়া একটি মোটরসাইকেল ৬০০ মিটার পর্যন্ত দূরে যেতে পারে।
সূত্র: এনটিভিবিডি, smh.com.au
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩
- ক্যাশব্যাক ও EMI অফারে বাইক কেনার সুযোগ দিছে টিভিএস সেলস পয়েন্ট - জুলাই ১৯, ২০২৩