Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ?

মার্কেটে বিভিন্ন ব্রান্ডের Anti-theft Security Alarm এবং GPS Tracker পাওয়া যায়। বিভিন্ন ব্রান্ডের হলেও প্রায় সবগুলোর হার্ডওয়্যার কিংবা ডিভাইসগুলো দেখতে প্রায় একই রকম। কারণ, তারা মূলত চায়না থেকে রেডি প্রডাক্ট রি-ব্রান্ডিং করে ইম্পোর্ট করে থাকে। Brand name কাস্টমাইজ করলেও ইচ্ছে মত প্রডাক্টের ফিচার (হার্ডওয়্যার কিংবা মোবাইল এপ) কাস্টমাইজ করা এই সব ব্রান্ডের পক্ষে প্রায় অসম্ভব।

Bike Lock Combo সিকিউরিটি ডিভাইসটির মেকানিজম এবং হার্ডওয়্যার অন্যান্যগুলোর থেকে একেবারে আলাদা।

যেসব দিক থেকে Bike Lock Combo মার্কেটের অন্যান্য সিকিউরিটি ডিভাইস থেকে আলাদাঃ

১। একটি ডিভাইসের মাধ্যমেই সিকিউরিটি এলার্ম এবং জিপিএস ট্র্যাকার কাজ করে। অন্যান্য ব্রান্ড এর জন্য ২টি আলাদা ডিভাইস ব্যবহার করে।

২। শুধুমাত্র Bike Lock Combo-তেই নিজস্ব এক্সট্র্যা ব্যাটারী রয়েছে। তাই মোটরসাইকেলের ব্যাটারীর উপর কোন নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে না।

৩। কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রডাক্টের ফিচার এবং মোবাইল এপ কাস্টমাইজ করে থাকে Bike Lock. বলতে পারেন প্রডাক্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।

Bike Lock Combo অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন – www.vovopip.com

নিজস্ব প্রযুক্তি এবং চমৎকার উদ্দ্যোগের কারণে স্টার্টআপ বাংলাদেশ থেকে ফান্ডিংও পেয়েছিল Bike Lock এর ম্যানুফেকচার কোম্পানী Maktro.

Bike Lock Combo এর ফিচারঃ

  • সিরিউরিটি এলার্ম
  • মোবাইল কল এলার্ট
  • লাইভ জিপিএস ট্র্যাকিং (কোন মাসিক চার্জ নেই)
  • রিমোট কন্ট্রোল
  • ব্যাটারী ব্যাকআপ
  • ইঞ্জিন লক/আনলক
  • অটো-লক
  • প্লে-ব্যাক
  • মাইলেজ রিপোর্ট
  • ট্রিপ হিস্ট্রি
  • ৩৬০ ডিগ্রী স্ট্রিট ভিউ
  • জিইও ফেন্স
  • স্যাটেলাইট ভিউ
  • ওডোমিটার
  • ইঞ্জিন অন/অফ এলার্ট
  • ওভারস্পীড এলার্ট
  • ডিভাইস ডিসটেন্স এলার্ট

ভ্যালু এডেড সার্ভিসঃ

  • ১ বছরের ওয়ারেন্টি
  • ২৪ ঘন্টার কাস্টমার সাপোর্ট

কিভাবে ইন্সটল করবেন?

  • Bike Lock Combo সেটআপের জন্য আপনার অবশ্যই একটি জিপি অথবা রবি সিম লাগবে এবং প্রতি মাসে সিমে ২০-৩০ টাকা রিচার্জ করতে হবে।
  • যে কোন মেকানিক শপে এটি ইন্সটল করে নিতে পারবেন। প্যাকেটের মধ্যে একটি ম্যানুয়াল বইও রয়েছে, যেখানে ইন্সটলেশন প্রসেস সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এছাড়াও তাদের হেল্প লাইন নাম্বার কল (০১৭৮৯-০২৫০২০, ০১৭৮৯-০২৫০৬০) দিয়ে সাহায্য নিতে পারবেন।
  • ঢাকার ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকে তারা, তবে সেক্ষেত্রে সেটআপ চার্জ আপনাকে বহণ করতে হবে।
  • গুগল প্লে স্টোরে মোবাইল এপ পাবেন এবং সেটি সম্পর্কে আরো বিস্তারিত লেখা আছে ম্যানুয়াল বইতে।

Bike Lock Combo ইন্সটল থাকা অবস্থায় কি বাইক চুরি হওয়া সম্ভব?

১। বাইকের ডিফল্ট হ্যান্ডেল লক ভেঙ্গে ফেললে সাথে সাথেই এলার্ম বাজবে এবং মোবাইলে কল আসবে। হ্যান্ডেল লক ভেঙ্গে ফেললেও বাইক স্টার্ট নেবে না।

২। ইগনিশন ক্যাবল জোড়া দিলে মিটারের লাইন এবং বাইকের লাইট জ্বলবে কিন্তু বাইক কোন ভাবেই স্টার্ট নেবে না।

৩। বাইকের সীট খুলে (সীট খুলতে চাবি লাগবে বা সিটের লক নষ্ট করতে হবে) ডিভাইস খুলে ফেললেও এলার্ট আসতে থাকবে। তবে ডিভাইস খুলে ফেললেও বাইক স্টার্ট নেবে না।

৪। অনবরত এলার্ম এবং কল এলার্ট ইত্যাদি চলা অবস্থায় পুরো বাইকের ওয়ারিং (তার) রিসেট করতে অন্ততঃ আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় প্রয়োজন।

আপনার কি মনে হয়, এই এলার্ম এবং কল এলার্ট থাকা অবস্থায় কেউ চু*রি করার সাহস করবে?

৫। আনলক বাইক চুরি হলেও লাইভ জিপিএস ট্র্যাক করতে পারবেন এবং লাস্ট লোকেশন দেখতে পারবেন। SMS বা মোবাইল এপের মাধ্যমে বাইকের ইঞ্জিন অফ করে দিতে পারবেন।

বাইক চুরি অসম্ভব এটা বলাই যায়।

বিঃদ্রঃ যে কোন সিকিউরিটি লক ব্যবহার করলে অবশ্যই রিমোটের মাধ্যমে তা লক করে দিতে হবে। অন্যথায়, আনলক থাকলে রিস্ক থেকে যাবে। যদিও জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লাস্ট লোকেশন দেখতে পারবেন এবং ডিভাইস ডিসকানেক্ট এলার্ট পাবেন। কিন্তু লক থাকলে একেবারে নিশ্চিন্ত।

Bike Lock Combo ব্যবহার করলে বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ?

হ্যা। কারণ, শুধুমাত্র Bike Lock Combo ডিভাইসে নিজস্ব ব্যাটারী রয়েছে যা দিয়ে ডিভাইস পরিচালিত হয়। মোটরসাইকেলের ব্যাটারী থেকে কোন চার্জ গ্রহণ করে না, বরং শুধুমাত্র বাইক চলাকালীন ডায়নামা দ্বারা চার্জিত হয়। তাই লম্বা সময় বাইক ফেলে রাখলেও ব্যাটারী ডিসচার্জ কিংবা ড্যামেজ হওয়ার কোন সুযোগ নেই, যেটি অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে হয়ে থাকে।

যে কোন সিকিউরিটি এলার্ম এবং জিপিএস ট্র্যাকার কম্বো প্যাক ব্যবহার করলে আপনার বাইক চুরি অসম্ভব বলা যায়। বাইকের ব্যাটারী সুরক্ষিত রাখতে অন্যান্য সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে বাইক কোন ভাবেই ২ দিনের বেশি ফেলে রাখা যাবে না। Bike Lock Combo এর বাইক ফেলে রাখলে ডিভাইসের ব্যাটারী ডিসচার্জ হলেও বাইকের মেইন ব্যাটারী থেকে কোন চার্জ গ্রহণ করবে না, তাই লম্বা সময় বাইক ফেলে রাখলেও বাইকের মূল ব্যাটারী সুরক্ষিত থাকবে।

Related Posts

Add Comment

রিপ্লে দিন

error: Content is protected !!