বাংলাদেশে মোটরসাইকেল মার্কেটে সবচেয়ে বড় মার্কেট শেয়ার বাজাজের দখলে। আর এই মার্কেট শেয়ার ধরে রাখতে তাদের অন্যতম ট্রাম্প কার্ড হচ্ছে ডিসকাভার সিরিজ। শহর কিংবা প্রত্বন্ত গ্রামেও অত্যন্ত জনপ্রিয় এই ডিসকাভার। বাজাজ বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিয়ে এসে নতুন ক্যাম্পেইন। “ডিসকাভার উচ্ছাস” ক্যাম্পেইনে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন লাইফটাইম ফ্রী সার্ভিসিং এবং আরও আকর্ষনীয় পুরষ্কার।
এক নজরে দেখে নিন বিস্তারিত (বাজাজের অফিসিয়াল পেজ থেকে সংগৃহীত)
নতুন ডিসকাভার কেন আপনার কাছে এক্সাইটিং তা জানিয়ে আর নিচের বাক্যটির শূন্যস্থান পূরণ করে কমেন্ট করুন নতুন ডিসকাভারের সাথে আপনার ছবি, আপনিও পেতে পারেন আজীবন ফ্রি সার্ভিসিং! সাথে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই!
“আমি_____ থেকে বলছিআমার এলাকা পরিচিত ____-এর জন্যনতুন বাজাজ Discover exciting কারণ ____।”
ছবি শেয়ার করতে পারেন আপনার নিজের প্রোফাইল থেকেও। প্রোফাইল থেকে শেয়ার করতে #DiscoverNewUcchas ও #DiscoverNewFeatures হ্যাশট্যাগ দু’টি ব্যবহার করে পাবলিকলি শেয়ার করুন নতুন ডিসকাভারের সাথে আপনার ছবি।
The All New Bajaj Discover, উচ্ছ্বাসে প্রতিদিন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১. নতুন ডিসকাভার এর সাথে আপনার ছবি শেয়ার করুন আমাদের কমেন্টবক্সে। প্রদত্ত বাক্যের শূন্যস্থানগুলো পূরণ করে ছবির ক্যাপশন হিসেবে দিন।
“আমি_____ থেকে বলছি
আমার এলাকা পরিচিত ____-এর জন্য
নতুন বাজাজ Discover exciting কারণ ____”
অথবা, কমেন্টবক্সে না দিয়ে নিজের প্রোফাইল থেকে শেয়ার দিতে ক্যাপশনের সাথে হ্যাশট্যাগগুলো ব্যবহার করুন:
#DiscoverNewUcchas
#DiscoverNewFeatures
২. প্রোফাইল থেকে শেয়ার করার পর পোস্টটির লিংক আমাদের ইনবক্সে, বা এই পোস্টের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।
৩. অবশ্যই ছবিতে নতুন ডিসকাভার মোটরসাইকেল থাকতে হবে। নিজস্ব অথবা শোরুমে নতুন ডিসকাভারের সাথে তোলা ছবিও দিতে পারবেন।
৪. ইনবক্সে পোস্টের লিংক ব্যতীত শুধু ছবি মেসেজ আকারে দিলে ডিস্কোয়ালিফাইড বলে গণ্য হবেন।
৫. অবশ্যই নিজের অরিজিনাল আইডি থেকে ছবি শেয়ার করতে হবে।
৬. রাস্তায় বা শোরুমের বাইরে তোলা ছবির ক্ষেত্রে অবশ্যই, এবং অবশ্যই ট্রাফিক নীতিমালা মেনে ছবি শেয়ার করতে হবে।
৭. ট্রাফিক নিয়ম ভঙ্গ করছে এমন ছবি ডিস্কোয়ালিফাইড বলে গণ্য হবে।
৮. অবশ্যই আপনার নিজের ছবি হতে হবে।
৯. অবশ্যই ক্যাপশনে উপরে দেওয়া বাক্যটি শূন্যস্থান পূরণসহ থাকতে হবে। প্রোফাইল থেকে শেয়ার করার ক্ষেত্রে ক্যাপশনের সাথে হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে।
১০. শেয়ার করা ছবি থেকে বাজাজ বাংলাদেশ-এর বিচারক প্যানেল বিজয়ী বাছাই করবেন। বাছাই করার ক্ষেত্রে বাজাজ বাংলাদেশ-এর বিচারক প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত।
১১. প্রতিযোগিতায় অংশ নিলে আপনার ছবিটির স্বত্ব বাজাজ বাংলাদেশ-এর কাছে চলে যাবে। পরবর্তীতে যে-কোনো সময় ছবিটি বাজাজ বাংলাদেশ ব্যবহার করতে পারবে।
১২. প্রতিযোগিতায় জমা পড়া প্রতিটি ছবির দায়ভার অংশগ্রহণকারীর নিজের। কপি করা কোনো ছবি জমা পড়লে তার জন্য বাজাজ বাংলাদেশ দায়ী থাকবে না।
১৩. নীতিমালা এবং সময়কাল পরিবর্তনযোগ্য এবং বাজাজ বাংলাদেশ অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত।
Latest posts by একজন দেশি-বাইকার (see all)
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩
- ক্যাশব্যাক ও EMI অফারে বাইক কেনার সুযোগ দিছে টিভিএস সেলস পয়েন্ট - জুলাই ১৯, ২০২৩