শুধুমাত্র লুব্রিকেন্ট কোম্পানী হিসেবেই নয় বরং একটা গ্লোবাল জায়ান্ট ব্রান্ড হিসেবে বিশ্বব্যাপী শেল অনেক নামকরা। ব্রিটিশ-ডাচ জয়েন্ট ভেঞ্চার এই কোম্পানীটি ১১৭ বছর আগে যাত্রা শুরু করে এবং বর্তমানে সারা বিশ্বে তাদের ৯০,০০০ এরও বেশি কর্মী রয়েছে। মটর স্পোর্টসের সবচেয়ে বড় আসর যেমন ফর্মুলা ওয়ান, মটোজিপি, ওয়ার্ল্ড এসবিকে ইত্যাদিতে শেলকে সব সময় স্পন্সর হিসেবে দেখা যায়।
যেহেতু ওয়ার্ল্ড লুব্রিকেন্ট মার্কেট অনেক বেশি প্রতিযোগিতামূলক, তাই এই প্রতিযোগিতায় টানা ১৮ বছর বিশ্বব্যাপী নাম্বার ওয়ান হওয়া বেশ আশ্চর্যজনক। শেলের এই অর্জন নিয়ে বাংলাদেশে তাদের ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র্যাংকস পেট্রোলিয়াম লিমিটেড তাদের ফেসবুক অফিসিয়াল পেজে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।
মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট এর রিপোর্ট অনুযায়ী, সেল লুব্রিক্যান্ট টানা ১৮ বছর ধরে পরিশোধিত লুব্রিকেন্টের বিশ্বব্যাপী শীর্ষ রপ্তানিকারকের মর্যাদা ধরে রেখেছে। এই প্রতিবেদন, শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট-ভোক্তা দেশের বাজার, বাজার বিভাগ, পণ্যের ধরন এবং গঠন এর উপর বিবেচনা করে করা হয়। শেল বিশ্বব্যাপী যানবাহন এবং ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্ট সরবরাহকারী হিসাবে প্রতিটি বিভাগে এক নম্বর অবস্থান ধরে রেখেছে।
জেসন ওং, গ্লোবাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেল লুব্রিকেন্ট বলেছেন, “পরিশোধিত লুব্রিকেন্টের এক নম্বর বৈশ্বিক সরবরাহকারী হিসাবে আরও এক বছরের জন্য আমরা আমাদের মর্যাদা বজায় রেখেছি। আমরা আমাদের ব্র্যান্ড, প্রযুক্তি এবং জনবল সাথে নিয়ে বিশ্বের অগ্রগতিতে অবদান রাখতে পেরে গর্বিত।”
শেল বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এবং প্রতিযোগিতামূলক বাজার ধরে রেখেছে। সেলের উল্লেখযোগ্য পণ্যঃ শেল হেলিক্স প্যাসেঞ্জার কার অয়েল, শেল রিমুলা ট্রাক অয়েল, হেভি-ডিউটি অয়েল, শেল টেলাস, শেল গাডাস ইন্ডাস্ট্রিয়াল অয়েল ইত্যাদি।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, শেল ১১.৬% শেয়ার নিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অবস্থান বজায় রেখেছে। ২০২৩ সালের শেল লুব্রিকেন্টের বিশ্বব্যাপী বিক্রয় তিনটি অংশের মধ্যে প্রায় সমানভাবে বিভক্ত ছিল: ৩৬% ব্যক্তিগত পরিবহন, ৩৩% শিল্প এবং ৩১% বাণিজ্যিক স্বয়ংচালিত।
- টানা ১৮ বছর লুব্রিকেন্ট মার্কেটের শীর্ষে Shell - ডিসেম্বর ১, ২০২৪
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
- Bike Lock Combo: চুরি অসম্ভব? বাইকের ব্যাটারী ১০০% নিরাপদ? - জুলাই ২৪, ২০২৩