মূলত সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস এই তিন “S”-এর সমন্বয় গঠিত একটি আদর্শ প্রতিষ্ঠানকে 3s বলা হয়েছে। বিগত ১৩ই মে, ২০১৮ তে বাংলাদেশে ইয়ামাহার সোল ডিস্ট্রিবিউটর এস,সি,আই মোটরস লিমিটেডের নিজস্ব উদ্দ্যোগে তেজগাঁও বানিজ্যিক এলাকাতে গড়ে উঠেছে একটি পরিকল্পিত সেলস এবং সার্ভিসিং পয়েন্ট যার নামকরণ করা হয়েছে “Yamaha Flagship 3s Center”.
যদিও সারা দেশে প্রায় ৪০টিরও অধিক ইয়ামাহার ডিলার পয়েন্ট রয়েছে যেখানে সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সমন্বয় রয়েছে। কিন্তু ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের বাড়তি কিছুটা সুযোগ সুবিধা এবং বাংলাদেশে ইয়ামাহার ব্রান্ডকে আরো কিছুটা এগিয়ে নিতে এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকার অন্যতম প্রাণকেন্দ্রে ৮৪০ বর্গফুট জায়গা জুড়ে বৃহৎ পরিসরে নির্মিত এই থ্রি-এস সেন্টারে রয়েছে ইয়ামাহা ব্রান্ডের সব বাইক এবং হেলমেট ডিসপ্লে সমৃদ্ধ শো-রুম, প্রশিক্ষণ প্রাপ্ত মেকানিক এবং ইঞ্জিনিয়ার, স্পেয়ার পার্টসের মজুত, আধুনিক যন্ত্রপাতি, কম্পিউটারাইজড সার্ভিস সিস্টেম, কাস্টমারদের জন্য ওয়েটিং রুম, ক্যাফে ইত্যাদি।
- সময়ঃ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা
- দিনঃ সোমবার থেকে শনিবার
- ঠিকানাঃ ২১২, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তেজগাঁও-গুলশান লিঙ্ক রোড (নিকেতন ৩ নং গেট)
- যোগাযোগঃ ০১৭০৪১২৩৮২১
গত ১৭ই জুলাই ২০১৮-তে আমরা টিম দেশি-বাইকার ভিজিট করেছি ইয়ামাহার এই থ্রি-এস সেন্টারটি। আজ আপনাদের যাবতীয় তথ্য (ছবিসহ) দেয়ার চেষ্টা করব।






- মোটরসাইকেলের দাম কি আরো বাড়বে? (বিস্তারিত জেনে নিন) - জানুয়ারি ২২, ২০২৫
- টানা ১৮ বছর লুব্রিকেন্ট মার্কেটের শীর্ষে Shell - ডিসেম্বর ১, ২০২৪
- শেল এডভান্স কিনে মালয়েশিয়া মটোজিপি টিকেট জেতার সুযোগ - আগস্ট ১৪, ২০২৩
You must be logged in to post a comment.